ঢাকা ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১
মোহাম্মদ মাহমুদুল হাসান |
ঢাকা |
সারা দেশ থেকে আসা অ্যাথলেটর কলরব, মূল মশাল প্রজ্জ্বলন, লেজার শো, দেশের খেলাধুলার সাফল্যগাঁথার অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী, আতশবাজির মধ্য দিয়ে পর্দা উঠল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। গণভবন থেকে ভার্চুয়ালি প্রতিযোগিতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমস সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষা মানার বার্তাও দিলেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ছিল বাড়তি সতর্কতা।
“বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরে মশাল প্রজ্জ্বলন করলাম। এটা অনেক আনন্দের বিষয়। আমি কখনও ভাবিনি এমন সুযোগ পাব। আসলে সত্যি আমি কৃতজ্ঞ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে। এতো বড় সম্মান আমাকে দেওয়ার জন্য। আমার কাছে আসলে খুব ভালো লাগছে। ক্রীড়াবিদদের প্রতিনিধি হয়ে মশাল প্রজ্জ্বলন করতে পেরে।” “এর আগে দেশের বাইরে বাংলাদেশের পতাকা আমার হাতে ছিল। ২০১৬ সালের রিও অলিম্পিকে মার্চ পাস্টে লাল-সবুজ পতাকা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। এখন দুই গেমসের অনুভূতি আসলে অন্যরকম। আগে দেশের হয়ে বিদেশের মাটিতে অলিম্পিক গেমসের মার্চপাস্টে অংশ নিয়েছি।আর এবার দেশের মাটিতে বাংলাদেশ গেমসে মশাল প্রজ্জ্বলন করলাম। এটা অনেক গর্বের বিষয়।” নেপালের কাঠমান্ডু-পোখারায় হওয়া সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসে দেশের পতাকা ছিল শীলার জাতে। বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বলন করতে পেরে গর্বিত এই সোনাজয়ী সাঁতারু।
“জাতির জনকের নামে এই গেমসে মশাল প্রজ্বলনের মাধ্যমে আমাকে সম্পৃক্ত করায় আমি বাংলাদেশ অলিম্পিকের কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক সম্মানের। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের জন্য আমি কিছু করতে পেরেছি। যার সম্মান আমি পাচ্ছি। খেলোয়াড়রা এভাবে সম্মান পেলে বর্তমানে যারা আছে, তারা তো বটেই, আগামীতেও ক্রীড়াঙ্গণে যারা আসবে, তারা ভালো করার অনুপ্রেরণা পাবে।” অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হয় দেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাঁথা। মাসকট পায়রার মাঠ প্রদক্ষিণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী, স্টেজ শো, লেজার শো, শিবলী সাদিক ও শামীম আরা নিপার নৃত্য প্রদর্শনী, সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক সঙ্গীত, রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গীতের মূর্ছনা এবং সবশেষ আতশবাজির প্রদর্শনী দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST