নীলফামারীতে কনকনে শীতে স্থবির জনজীবন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

রংপুর ব্যুরোঃ গত ৫ দিন ধরে নীলফামারীর জেলায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। শৈত্য প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা আর হিমেল বাতাশে স্থবির হয়ে পড়েছে এ জেলার জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছে খেটে খাওয়া মানুষজন। তারা কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে কাজে বের হতে পারছে না। দুপুর পর্যন্ত বাড়ীতে তারা খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। গত কয়েকদিনে জেলার সৈয়দপুর,নীলফামারী,ডোমার,ডিমলা,জলঢাকা ও কিশোরগঞ্জের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছে। কিশোরগঞ্জের হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাত শরীফ জেম্স জানান শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছেন। শুক্রবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস সুত্র মতে শনিবার জেলায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
কিশোরগঞ্জ উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানিয়েছেন, ৫ হাজার ১শ ৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো ১০ হাজার কম্বলের চাহিদা দেয়া হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন,জেলার সকল উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest