ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আলোকিত সময় ডেক্সঃ বরিশাল হাসপাতাল রোড ল কলেজের সামনে গত 6 সেপ্টেম্বর দিবাগত রাত 8:30 মিনিট এর সময় আওয়ামী লীগ নেতা মিলন ভূঁইয়ার ভাই সজল ভূঁইয়ার সন্ত্রাসী তান্ডবের শিকার সুন্দরবন লঞ্চের স্টাফ উজ্জ্বল দাস।
উজ্জ্বল ঢাকা মেডিকেলের আইসিইউর লাইফ সাপোর্টে এক মাস 13 দিন থাকার পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেচে ফিরেছে ঠিকি, কিন্তু ফিরে পায় নি তার স্বাভাবিক চলার গতি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম উজ্জ্বল এখন মানসিক ভারসাম্য হীন। মাথায় তিব্র আঘাতের কারনে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। উজ্জ্বলের এই অবস্থায় তার পরিবারটি নিশ্বপ্রায়। উজ্জ্বল কবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আধোউ আসবে কিনা তা এখন অনিচ্ছিত।
উজ্জ্বলের উপর এই প্রাণঘাতী হামলার বয়স প্রায় দুই মাস অতিবাহিত হলো। কিন্তু আজও মেলেনি কোনো ন্যায় বিচার। হামলাকারি মামলার এক নম্বর আসামি সজল প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এখনো ধরা-ছোঁয়ার বাহিরে। এ বিষয় প্রশাসনের কেনো সাড়াশব্দ নেই।
তাহলে ক্ষমতার কাছে কি হার মানবে ন্যায় বিচার!
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST