করোনা ঠেকাতে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তুলতে হবে- ইউএনও মাগফিরুল হাসান

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

করোনা ঠেকাতে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তুলতে হবে- ইউএনও মাগফিরুল হাসান

রাকিবুল ইসলাম -দিনাজপুর প্রতিনিধি:করোনার প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণের উদ্দেশে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তোলার আহবান জানালেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী। অন্যথায় জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে অবহেলা করোনা সংক্রমনের পথ বৃদ্ধি করছে উল্লেখ করে তিনি করোনা প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপে জনসাধারণকে সাড়া দেয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে নিজের পরিবার তথা দেশবাসীর কল্যাণ বয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।
গতকাল বিকেলে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে জনসচেতনতা মূলক মাইকিং এর পাশাপাশি অভিযান পরিচালনাকালে এসব কথা বলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী ।এসময় চলাচল রত যানবাহনে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এম.এ কাদের,অনিন্দিতা রাণীসহ সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest