রাণীশংকৈলে সরকারী নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

রাণীশংকৈলে সরকারী  নির্দেশ অমান্য করায়  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কলিন চন্দ্র (ইতু) রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে করোনা ভাইরাস রোধে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করার এবং সরকারি কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির ও সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

এদিন পৌর শহরের রং এর দোকান ইসমাইল হোসেনকে ও আরেক দোকানদার মিজানুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মাস্ক ব্যবহার না করায় ফরিদ হোসেন নামে এক ব্যক্তি কে ২০ টাকা জরিমানা করেন তিনি। এদিকে সরকারি কাজে বাধা দেয়ার কারনে নেকমরদ বাজারের বুধু নামের এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে ।

এছাড়াও গরীর, অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।

এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।


মুজিব বর্ষ

Pin It on Pinterest