হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

হিলিতে ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সদস্যরা। আজ রবিবার সকাল ১১টায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার ও স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মুহতামিম সামছুল হুদা খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার এসএমএম শহীদুজ্জামান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,। এসময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের হিলি প্রতিনিধি মাসুদুল হক রুবেল,হাকিমপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক,বাংলাভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির, মাছরাঙ্গা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল,আরটিভি হিলি প্রতিনিধি আব্দুল আজিজ,মুভি বাংলা টিভি ও ইংরেজী ডেইলি ইন্ডাস্টি পত্রিকার প্রতিনিধি সোহেল রানা,দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মুসা মিয়া,দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি তারিকুল সরকার,ডেল্টা টাইমস পত্রিকার প্রতিনিধি তাছির উদ্দিন বাপ্পী,দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি খোকন,চ্যানেল এস টিভির প্রতিনিধি লুৎফর রহমান,দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন,সাপ্তাহিক হিলিবার্তার স্টাফ রিপোর্টার মোস্তাকিম হোসেন,আমাদের নতুন সময় প্রতিনিধি তৌহিদুর রহমান, গোলাম রব্বানী প্রমুখ। ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের বলেন,স্কুল অ্যান্ড কলেজে বাংলা ও ইংরেজী ভাষনে লেখা পড়া করানো হবে। মেধাবী ও গরীব ছাত্রদের টিউশন ফি ও ভর্তি ফি ৩০ থেকে ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ৮ জানুয়ারীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest