ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে যুবদলের র‌্যালি

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে যুবদলের র‌্যালি

মো: মোতাহার হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল। রোববার দুপুরে সংগঠনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের কালিবাড়িস্থ মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনের সামনে থেকে রালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষির্কীর র‌্যালি হলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন র‌্যালি করে। র‌্যালি শেষে মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহাবুল্লাহ্ আবু নূর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন এর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নুর করিম, সহসভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী ন¤্র, আনসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ চৌধুরী, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ। এ সময় বিএনপি ও অন্যান্য অঙ্গ সংঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest