নওগাঁয় পরিবহন চলাচলের দাবীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ২, ২০২১

নওগাঁ প্রতিনিধিঃ- করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনেগন পরিবহন চলাচল করার অনুমতি প্রদান সহ তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নওগাঁ পরিবহন শ্রমিক ফেডারেশন।পরিবহন শ্রমিক ফেডারেশন-এর আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোবার বেলা 11টায় নওগাঁ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চার মাথায় এস মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম মতিউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটন সহ শ্রমিক ফেডারেশন ও নওগাঁ ট্রাক,বাস,লরি,কাভাড ভ্যান শ্রমিক ইউনিয়নরে নেতা কর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি
মোঃ আজাহারুল ইসলাম। তিনি জেলা মোটর শ্রমিকদের নিদারুন কষ্টের কথা তুলে ধরে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন চলাচলের অনুমতি প্রদান করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও দেশে বাস ও ট্রাক শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য দশ টাকায় ওএমএস চাউল বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। অন্যথায় শ্রমিকদের পথে নামা ছাড়া আর উপায় থাকবে না।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest