বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
কয়েকদিনের হিমেল হাওয়া প্রচন্ড শীতের রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়,বৃদ্ধা,প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন। কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে মানুষ যখন জবুথুবু ঠিক সেই মুহূর্তে রোববার রাতে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর, শিবরামপুর ও পলাশবাড়ী,নিজপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় শীতার্ত মানুষদের খুঁজে বের করে তাদের কম্বল তুলে দেন ইউএনও। যেসব ছিন্নমূল মানুষগুলো শীতে কাঁপছিলো তাদের মাঝে হাজির হয়ে কম্বল বিতরণ করেন তিনি। এসময় তাদের সাথে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজিমুদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মুর্শিদ ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জিয়াবুল হক। ইউএনও, গ্রামের দারিয়াপুর, কল্যাণীহাট, বলারামপুর, মুরারীপুর সহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন। শীতের রাতে ইউএনও নিকট কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষগুলো। ইউএনও,র প্রতি শীতার্ত মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত দু’দিন যাবৎ শীতের রাতে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি এই কার্যক্রম চালিয়ে যায়। দুস্থ, অসহায়, বৃদ্ধ,এতিম ও প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের শরীরে কম্বল জড়িয়ে দিয়ে চমক সৃষ্টি করেছেন ইউএনও মোঃ ইয়ামিন হোসেন। এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিমুদ্দিন সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে সাংবাদিকদের জানান,সরকারী অনুদানের কম্বলগুলো প্রকৃত শীতার্ত মানুষর মাঝে বিতরণের জন্যই মধ্যরাতে হতদরিদ্র অসহায় মানুষগুলোকে খুঁজে বের করে কম্বল বিতরণ করেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest