রানা প্লাজার দৈবক্রমে বেঁ’চে যাওয়া রেশমা এখন কোথায়

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ৪, ২০২১

রানা প্লাজার দৈবক্রমে বেঁ’চে যাওয়া রেশমা এখন কোথায়

রানা প্লাজা ট্র্যা’জেডি। বাংলাদেশের ইতিহাসে এমনকি বিশ্বের সবচেয়ে বড় প্রা’ণহা’রি শিল্পদু’র্ঘটনা বলা হয়ে থাকে একে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারে সংঘ’টিত এ দু’র্ঘটনা ও দু’র্ঘটনাস্থলের হাহাকার চিত্র কাঁ’দিয়েছে সারা বিশ্বকে।

আবার সবাইকে বি’স্মিত করেছে দু’র্ঘটনার ১৭ দিন পর ধ্বং’সস্তূপ থেকে এক ত’রুণীর জী’বিত উ’দ্ধারের ঘ’টনা। বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া সেই রেশমা বেগম এখন কেমন আছেন, কী করছেন?

রানা প্লাজা ধ’সের ঘ’টনায় সেখানে কর্মরত শ্রমিকদের এক-চতুর্থাংশের ভা’গ্যে জুটেছে মৃ’ত্যু, কেউ বা হয়েছেন প’ঙ্গু। সেদিনের ভ’য়াল সেই স্মৃতি আর শারীরিক ক্ষ’ত নিয়ে বেঁ’চে আছেন অনেকে জীবন্মৃত হয়ে। সেদিক থেকে ভাগ্যবতী রেশমা।

মৃ’ত্যুকূপ থেকে বেঁ’চে ফেরার পর সুখময় স্বপ্নের মতো জীবন পাল্টে যায় দিনাজপুরের ত’রুণীর। কীভাবে পাল্টে যায়, সে কথাও আমরা অনেকে জানি। নতুন প্রজন্ম হয়তো সেভাবে জানে না। সেনাবা’হিনী ও ফা’য়ার সার্ভিসের উ’দ্ধারকর্মী আর শত শত মানুষের আ’ল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে রেশমাকে উ’দ্ধারের ঘ’টনার চিত্র এখনো চোখে ভাসে অনেকের।

এরপর চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। কিছুদিনের চিকিৎসা শে’ষে সেরে ওঠেন রেশমা। সারা দেশ এমনকি বিশ্বব্যাপী ইতিমধ্যে পরিচিত হয়ে ওঠে রেশমা নামটি। তার দুয়ারে চাকরি নিয়ে হাজির হয় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন। রেশমাকি এখনো আছেন এই হোটেলে?

রানা প্লাজা ট্র্যা’জেডি। বাংলাদেশের ইতিহাসে এমনকি বিশ্বের সবচেয়ে বড় প্রা’ণহা’রি শিল্পদু’র্ঘটনা বলা হয়ে থাকে একে। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারে সংঘ’টিত এ দু’র্ঘটনা ও দু’র্ঘটনাস্থলের হাহাকার চিত্র কাঁ’দিয়েছে সারা বিশ্বকে।

আবার সবাইকে বি’স্মিত করেছে দু’র্ঘটনার ১৭ দিন পর ধ্বং’সস্তূপ থেকে এক ত’রুণীর জী’বিত উ’দ্ধারের ঘ’টনা। বিশ্বের সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া সেই রেশমা বেগম এখন কেমন আছেন, কী করছেন?

রানা প্লাজা ধ’সের ঘ’টনায় সেখানে কর্মরত শ্রমিকদের এক-চতুর্থাংশের ভা’গ্যে জুটেছে মৃ’ত্যু, কেউ বা হয়েছেন প’ঙ্গু। সেদিনের ভ’য়াল সেই স্মৃতি আর শারীরিক ক্ষ’ত নিয়ে বেঁ’চে আছেন অনেকে জীবন্মৃত হয়ে। সেদিক থেকে ভাগ্যবতী রেশমা।

মৃ’ত্যুকূপ থেকে বেঁ’চে ফেরার পর সুখময় স্বপ্নের মতো জীবন পাল্টে যায় দিনাজপুরের ত’রুণীর। কীভাবে পাল্টে যায়, সে কথাও আমরা অনেকে জানি। নতুন প্রজন্ম হয়তো সেভাবে জানে না। সেনাবা’হিনী ও ফা’য়ার সার্ভিসের উ’দ্ধারকর্মী আর শত শত মানুষের আ’ল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে রেশমাকে উ’দ্ধারের ঘ’টনার চিত্র এখনো চোখে ভাসে অনেকের।

এরপর চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। কিছুদিনের চিকিৎসা শে’ষে সেরে ওঠেন রেশমা। সারা দেশ এমনকি বিশ্বব্যাপী ইতিমধ্যে পরিচিত হয়ে ওঠে রেশমা নামটি। তার দুয়ারে চাকরি নিয়ে হাজির হয় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন। রেশমাকি এখনো আছেন এই হোটেলে?


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest