নারায়ণগঞ্জে ২ অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার l

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ৭, ২০২১

নারায়ণগঞ্জে ২ অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার l

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রুপগঞ্জ থানা এলাকা থেকে দুই অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেফতার করেছে র‍্যাব -১১।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রুপগঞ্জ থানাধীন এলাকায় র‍্যাব পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ শহীদুল ইসলাম (৩৪) ও মোঃ হোসেন গাজী (২৫)।

এসময় তাদের কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ৬ টি মোবাইল ফোন
উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মে) বিকেল ৪ টায় র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে চলমান জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)এর ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করেন অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় কিছু অনলাইন জুয়ার এজেন্ট উঠতি বয়সী তরুণদের জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

র‍্যাব আরও জানায়, অনলাইন জুয়ার এই এজেন্টরা অনলাইনভিত্তিক বিভিন্ন জুয়ার সাইটে নামে-বেনামে আইডি খুলে এবং ক্রিকেটপ্রেমী তরুণদের ক্রিকেট
ম্যাচ কেন্দ্রিক বাজিতে অংশগ্রহণে প্ররোচিত করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, নারায়ণগঞ্জ ও রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই অনলাইন জুয়ার এজেন্টরা পরষ্পরের সাথে যোগাযোগের মাধ্যমে সংঘবদ্ধ হয়ে অনলাইন
জুয়ার বিস্তার ঘটিয়ে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest