ফিরে এসো নজরুল রচনা: যোগেন বিশ্বাস

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ২২, ২০২১

ফিরে এসো নজরুল রচনা: যোগেন বিশ্বাস

ফিরে এসো নজরুল
রচনা: যোগেন বিশ্বাস
জিয়াগঞ্জ,মুর্শিদাবাদ
*****
বিদ্রোহী কবি তুমি আবার এসো ফিরে।
আবার নতুন করে শুনতে চাই
অগ্নিবীণার ঝংকার।
আবার একবার প্রতিধ্বনিত হোক,
চতুর্দিকে তোমার বজ্রকণ্ঠে,
মানুষের ভালোবাসা সাম্যের গান।।

ধন্য মা জাহিদা রত্নগর্ভা
তুমি কবির মাতা,
তোমার গ্রথিত অঙ্কুর আমাদের
শোনালো মুক্তির কথা।
আরও একবার শুনতে চাই
বাউণ্ডুলের ব্যথা,
আত্মজীবনী শুনতে চাই মোরা
নব পরিচয়ে –
বিষের বাঁশী আর ব্যাথার দান।।

একুশ চরণের রণ সংগীত
বেজে উঠুক অম্লান।
আবার ভাঙো লৌহ কপাট
গাও শিকল ভাঙার গান।
এত বিভেদের মাঝে আজ
তোমাকেই বেশী প্রয়োজন।
লেখা হোক মানুষ- মানুষের জন্য
বিভেদ হোক খান খান।

নতুন করে এই শৃঙ্খলিত
সমাজে ঘোচাতে আঁধার,
গর্জে উঠুক তব বাঁশীর সুরে
কাণ্ডারী – হুশিয়ার।
আবার একবার গাইবে এসো
ভাঙা-গড়ার গান।
তোমার মন্ত্রে ভেসে যাক ভেদাভেদ, হিংসা – বিদ্বেষ।
পূনরায় জাগো হে মহাপ্রাণ।।


মুজিব বর্ষ

Pin It on Pinterest