ঢাকা ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৩ ডিসেম্বর) ইউনিয়ন পর্যায়ের ৪৯তম গ্রীষ্মকালিক ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এদিন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এপ্রতিযোগীতার ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করে ৪টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দল। যথাক্রমে- চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা-কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়, হরিহরনগর ইউনিয়নের খাটুরা-মধুপুর মাধ্যমিক বিদ্যালয় ও ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়। এরমধ্যে রানার্স আপ হয়েছে হরিহরনগর ইউনিয়নের খাটুরা-মধুপুর মাধ্যমিক বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল লতিফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাটুরা-মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রশীদ, মণিরামপুর উপজেলা স্কাউটস-এর সহ-সভাপতি মোঃ আহাদ আলী, সিনিয়র শিক্ষক মাসুদ কামাল তুষার, রবিউল ইসলাম, উত্তম পাল, পারভেজ, মোহাম্মদ আলী, কামরুজ্জামান প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST