ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃবরিশাল নগরীর অন্যতম ব্যস্ত এলাকা সদররোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। আজ ২৩ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন যন্ত্রের লাইসেন্স না থাকার অপরাধে মোহনা জেনারেল স্টোর নামে একটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত)-এর ৪ ধারা অনুযায়ী পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের প্রসিকিউশন অফিসার আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে মেট্রোপলিটন পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST