ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
মোঃ লুৎফর রহমান হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: অনুপ্রবেশের অভিযোগে সাজাভোগের পর মো. তরিকুল ইসলাম (২৮) নামে ভারতীয় এক নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলা কারাগারে দেড় বছর ধরে আটক ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে তাকে সেদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করা হয়। জানাগেছে, ভারতীয় নাগরিক মো. তরিকুল ইসলাম (২৮) উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার গে›˜াগছ গ্রামের আব্দুর রহমানের ছেলে। হিলি ইমিগ্রেশন পুলিশের এএসআই মোতালেব হোসেন জানান, তরিকুল ইসলাম ২০১৮ সালের ২৭ জুন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তার কাছে পাসপোর্ট-ভিসা না থাকায় স্থানিয় লোকজন আটক করে বিজিবি সদস্যদের কাছে সৌপর্দ করেন। এঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা করেন। পরে আদালত তাকে ১ মাস ২০দিন জেল দেন। এরপর দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে তাকে ভারতে হস্তান্তর করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST