ওমর ফারুক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৬৯০ বোতল দেশী মদসহ আইনুদ্দীন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত ফজলুল হকের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর শাহমখদুম বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আইনুদ্দিনকে ৬৯০ বোতল দেশী মদসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।