ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
মোঃইলিয়াছ ভোলা প্রতিনিধি।।২০১৮ সালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মোটরসাইকেল চালক জসিম উদ্দিনকে দুই সন্তানের সামনে উলঙ্গ করে হাত-পা বেঁধে নির্যাতন করে হাসান। লোমহর্ষক সেই নির্যাতনের ভিডিও এতোদিন সংরক্ষণ থাকলেও ভয়ে তা প্রকাশ করেনি কেউ। রোববার নির্যাতনকারী কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে এ ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ে। হাসান ভোলার লালমোহনে ডাকাতি ও মানবপাচারসহ ৪ মামলার পলাতক আসামি ছিলেন। রোববার দিবাগত রাতে পুলিশ তাকে আটক করে লালমোহন থানা পুলিশ। ভিডিওতে দেখা গেছে, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোটরসাইকেল চালক জসিমকে শত শত মানুষ ও তার দুই শিশুসন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবুল হোসেন ড্রাইভারের ছেলে। চোর ও সন্ত্রাসী অ্যাখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে।
লালমোহন থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, রাজনৈতিক কারণে হাসান কর্তৃক এক ব্যক্তিকে নির্যাতনেরর ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে রোববার ডাকাতি মামলায় গ্রেপ্তার করার পর এ ভিডিওটি ছাড়া হয়েছে। নির্যাতনের স্বীকার জসিমের বিরুদ্ধেও মাদক ও অস্ত্র আইনে ৪টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, নির্যাতনকারী হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম ও হালিশহর থানায় অস্ত্র, মাদক, এবং লালমোহন থানায় ডাকাতির ৩টি মামলা রয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST