ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে

অনলাইন ডেস্ক :ভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১। টুর্নামেন্টটিকে সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ১৬ দলের এই বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের ১৭ অক্টোবরে। আর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি।

টুর্নমেন্টটির প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে আরব আমিরাত ও ওমানে। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি।

এই ৮ দলের মধ্য থেকে দুই গ্রুপের সেরা চারটি দল সুপার-১২ এ অংশ নিবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দলের সঙ্গে। ভারতের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটির করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় টুর্নামেন্টটি আরব আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest