বরিশালে জাতীয় নদী রক্ষা কমিশন এর সাথে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

বরিশালে জাতীয় নদী রক্ষা কমিশন এর সাথে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত।

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে, জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান (সরকারের সচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সার্বক্ষনিক সদস্য জাতীয় নদী রক্ষা কমিশন ঢাকা মোঃ আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, উপজেলা চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ বরিশাল, আব্দুর রইচ সেরনিয়াবাতসহ, সকল উপজেলা নিবার্হী অফিসার বৃন্দ, উপজেলা ভূমি কর্মকর্তাসহ নদী রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী দখলদাররা যতই ক্ষমতাধর হউক না কেন কাউকেই কোন ছাড় দেয়া হবে না। নদীর জমি সিএস পর্চা অনুয়ায়ী উদ্ধার ও দখলমুক্ত করা হবে। উচ্ছেদ অভিযানে প্রশাসনের পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্গলা বাহিনী সহযোগিতা করবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সেনাবাহিনী ব্যবহার করে নদী এলাকা দখলমুক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারবে। পরে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বরিশালের নদী রক্ষায় করনীয় বিভিন্ন দিক তুলে ধরে সদস্যরা আলোচনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest