ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪শে ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাচন শুরু হয়। রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের মোট ৮১ ভোটের মধ্যে ৭৬টি কাস্ট করা হয়। এর মধ্যে তিনটি ভোট বাতিল ঘোষনা করে নির্বাচন কমিশন। রাত সাড়ে ১০টায় শেষ হওয়া ফলাফল ঘোষনায় সভাপতি পদে জয়ী ঘোষনা করা হয়েছে ৪৩ ভোট পাওয়া মানবেন্দ্র বটব্যালকে। তার প্রতিদ্বন্দী প্রার্থী এসএম ইকবাল ৩০ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন এসএম জাকির হোসেন এবং তার নিকটতম প্রার্থী মুরাদ আহম্মেদ পেয়েছেন ২২ ভোট। এছাড়া এই পদে অপর প্রার্থী শাহীনা আজমিন ১ ভোট পেয়েছেন। অপরদিকে সহ সভাপতি পদে ৫১ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন কাজী আল মামুন এবং ৪১ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন তপঙ্কর চক্রবর্তী। এই পদে অপর দুই প্রার্থী সৈয়দ দুলাল পেয়েছেন ২৭টি এবং গোপাল সরকার ২৭টি। কোষাধ্যক্ষ পদে ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জিয়া শাহীন পেয়েছেন ২৪টি ভোট। পাঠাগার সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন রুবেল খান ও তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এম মিরাজ পেয়েছেন ৩৪টি। সাহিত্য সম্পাদক পদে ৫০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন সুখেন্দু এদবর এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বেলায়েত বাবলু পেয়েছেন ২৩টি। ক্রিড়া সম্পাদক পদে ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন কেএম নয়ন ও তার প্রতিদ্বন্দী প্রার্থী এম জহির পেয়েছেন ৩৪ ভোট। দপ্তর সম্পাদক পদে ৫০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এম মোফাজ্জেল ও তার প্রতিদ্বন্দী প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ২২ ভোট। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন কাজী মিরাজ মাহামুদ, কাজী মেহেরুন্নেছা বেগম, গিয়াস উদ্দিন সুমন, জাকির হোসেন, নুরুল আলম ফরিদ, মু ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সুমন চৌধুরী। এদিকে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দী না থাকায় জয়ী হয়েছেন মিজানুর রহমান। নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST