গনতন্ত্র হত্যাকারীরা গনহত্যা দিবস পালন করেন ভোলায় তোফায়েল আহমেদ

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি\ এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে কাজী সুপার মার্কেট, বাংলাবাজার, উত্তর জয়নগর, দৌলতখান, ভোলায় শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। মঙ্গলবার দপুরে প্রধান অতিথি হিসেবে ৭৪তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, এই ৩০ ডিসেম্বরকে বিএনপি গনতন্ত্র দিবস হিসাবে পালন করতেছে। কোন বিএনপি? যেই বিএনপি নেতা জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। যেই বিএনপির নেতা জিয়াউর রহমান সামরিক শাসনের মধ্যে দল করেছে, সেনাবাহিনীর প্রধান হিসাবে রাষ্টপতি হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর মাসে গনতন্ত্র হত্যাকারীরা গনহত্যা দিবস পালন করছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাংকের প্রশংসা করে বলেন, উন্নয়নের সব সূচকে ব্যাংকিং খাত বলিষ্ঠ ভূমিকা পালন করছে। স্বচ্ছতা, কার্যকর সেবা আর সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারই এনআরবিসিকে ব্যাংকিং সেক্টরে শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে। উপকূলীয় এই অঞ্চলের মৎস্যসম্পদসহ শিল্প কারখানার উন্নয়নে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস. এম. পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরুন নবী, পরিচালক জনাব এ কে এম মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগেরট সাংগঠনিক সম্পাদক জনাব মইনুল হোসেন বিপ্লব। ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল তার বক্তব্যে বলেন, এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাংক বিআরটিএর ফি কালেকশন এবং ভূমি রেজিস্ট্রেশন ফি আদায়সহ সরকারের বিভিন্ন সেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছে। এই ব্যাংকের মাধ্যমে ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও তিনি জানান, গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এনআরবিসি ব্যাংক নিয়ে এসেছে ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া, ‘এনআরবিসি প্লানেট’ অ্যাপ ব্যবহার করে গ্রাহক কোন চার্জ ছাড়াই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় (সিএসআর) এর বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতারহোসেন, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) পারভেজ হোসেন, বরিশাল শাখার ব্যবস্থাপক জি.কে.এ.এম. মাকসুদ বিন হারুন, বাংলাবাজার শাখার ব্যবস্থাপক মো.মোশাররেফ হোসেন নান্নু সহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest