দেওয়ানগঞ্জ উপজেলার সাত শত জন কৃষক পেল প্রণোদনা l

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

দেওয়ানগঞ্জ উপজেলার সাত শত জন কৃষক পেল প্রণোদনা l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ ৩০ জুন বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি অফিস আয়োজিত এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত ২০২০-২০২১ অর্থ বছরের খরিপ -২ মৌসুমের প্রণোদনা কর্মসুচীর আওতায় রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । উপজেলার ৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৭০০ জন প্রান্তিক কৃষক এই প্রণোদনা পেয়েছেন ।
সদ্য যোগদানকৃত নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শফিউল আলম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষিবিদ আবুল হোসেন রাজু সহ সাংবাদিক এবং প্রান্তিক চাষিরা ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে ৪৬০ জন কৃষক ২ কেজি করে হাইব্রীড ধান ২০ কেজি করে ডিএপি ১০ কেজি করে এম ওপি সার পেয়েছে ।
২৪০ জন কৃষক ৫ কেজি করে আউস ধানের বীজ আর ১০ কেজি ডিওপি আর ১০ কেজি এমওপি সার পেয়েছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন অত্যন্ত সুন্দর ভাবে চাষীদের মাঝে এসব প্রণোদনা প্যাকেজ প্রদান করা হয়েছে ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest