নাটোরে নানা আয়োজনে শুভ বড় দিন উদযাপিত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

নাটোরে নানা আয়োজনে শুভ বড় দিন উদযাপিত

আবু মুসা নাটোর || নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎসব যিশু খ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন। নাটোরের সবচেয়ে বড় ক্যাথলিক চার্জ বনপাড়া গীর্জায় সকাল ৭ টায় ও ৯টায় প্রার্থনার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রার্থনায় পাঠ করান ক্যাথলিক চার্জের ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু।প্রার্থনায় অংশ নেয় ছোট বড় বড় সব বয়সী খ্রিষ্টান নারী পুরুষ। সকালে গীর্জা চত্বরে এসে বড় দিনের শুভেচ্ছা জানান নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল হারুনুর রশীদ, উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী ,বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন প্রমূখ। এছাড়া বড়দিন উপলক্ষে দিনব্যাপি নানা আয়োজন করেছে খ্রিষ্টাধর্মাবলম্বীরা। এছাড়াও বড়দিন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চার্জ এলাকায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest