৩২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

৩২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক ।।
নিম্নআয়ের মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজে ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহণ শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ ক্ষুদ্র ব্যবসায়ী ও এক হাজার ৬০৩ জন নৌ পরিবহণ শ্রমিককে জন প্রতি ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। এতে উপকারভোগির সংখ্যা ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন।
শহর এলাকায় এই সহায়তা ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত, সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা রাখা হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজে অর্থায়নের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest