ভোলার লালমোহনে প্রকাশ্য উলঙ্গ করে নির্যাতনকারী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

ভোলার লালমোহনে প্রকাশ্য উলঙ্গ করে নির্যাতনকারী গ্রেপ্তার

ভোলার লালমোহন ডাওরী বাজার এলাকায় নির্যাতনের শিকার জসিমের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে কালমা ইউনিয়নের হাসানকে অন্য একটি মামলায় গ্রেফতার করার পর জসিমের উপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জসিমকে নির্যাতন করা হয় ২০১৮ সালের ২৫ জুলাই। তখন এঘটনা কেউ প্রশাসনকে অবহিত করেনি। জসিম বর্তমানে ৫টি মামলার আসামি হয়ে জেল-হাজতে আছে। জসিমের স্ত্রী বাদী হয়ে দুপুরে অভিযুক্ত হাসানকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রশাসন এব্যাপারে তদন্ত করে হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest