দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের একজনকে বহিষ্কার এবং দুইজনকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের একজনকে বহিষ্কার এবং দুইজনকে শোকজের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের পূর্ব নোটিশ ছাড়া একজনকে বহিষ্কার এবং দুইজনকে শোকজের প্রতিবাদে তৎক্ষনাৎ পাকেরহাটে বিক্ষোভ মিছিল, কর্মসূচী পালন করা হয়।

মূল ঘটনার বিষয়ে তথ্য উপাত্ত সংগৃহীত না করে ও তদন্ত ছাড়াই খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের বহিস্কার ও খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লিটন ইসলাম লিটু এবং ৪নং খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ হোসেন এর শোকজের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাৎক্ষণিকভাবে খানসামা উপজেলার পাকেরহাটে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল নিয়ে পাকেরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে পাকেরহাট দলীয় কার্যালয়ের সামনে এসে খানসামা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়। চন্দ্রদীপ কাওয়ালী ও সুমন শাহর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখার সাবেক আহবায়ক, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক লিটন ইসলাম লিটু, ৪ নং খামারপাড়া ইউনিয়ন শাখার আহবায়ক সবুজ হোসেন, ৪ নং খামারপাড়া ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ছাত্রলীগের খানসামা ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি সুশান্ত মহন্ত, ৬ নং ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হারুনুর রশীদ সহ আরো অনেকে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest