ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ঈদে ৫ দিন বন্দ

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ঈদে ৫ দিন বন্দ

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে। স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ইমিগ্রেশন চালু না থাকায় এ বন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফা জামান জানান, সরকারি ছুটিতে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহার আগের দিন ২০ জুলাই মঙ্গলবার থেকে শনিবার ২৪ জুলাই সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত বন্দর দিয়ে উভয় দেশের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন্ধের বিষয়টি পত্র দিয়ে দু-দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মশিউল আলম জানান, সরকারি ছুটি সহ আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ২৫ জুলাই পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest