কিংবদন্তি শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শাহনূরের শোক

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

কিংবদন্তি শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শাহনূরের শোক

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে রোববার (১৮ জুলাই) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেন। শুক্রবার (২৩ জুলাই) তার হার্ট অ্যাটাক হয়। এদিকে ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর।

এক শোক বার্তায় তিনি,মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহনূর বলেন,দেশের গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীর। কিংবদন্তি এই গণসঙ্গীত শিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে এক অপুরণীয় ক্ষতি হয়ে গেলো।যা কখনো পূরণের নয়।মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করে এই দোয়াই করি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest