গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ’র শোক

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ ন্যাপ’র শোক

মারুফ সরকার ,ঢাকা : কিংবদন্তি গণসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (২৩ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, গণমানুষের শিল্পি ফকির আলমগীর বেচে থাকবেন গণমানুষের হৃদয়ে শ্রদ্ধার আসন পেতে।

তারা বলেন, একজন ছাত্র নেতা হিসাবে তিনি ’৬৯-এর গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের পক্ষে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের জাতীয় অহংকার ফকির আলমগীর বাঙ্গালির হৃদয়ে চির স্মরনীয় হয়ে থাকবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest