খানসামায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের প্রশিক্ষন উদ্বোধন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

খানসামায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের প্রশিক্ষন উদ্বোধন

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র কাম টু সেভ সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষক-শিক্ষিকাদের ৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উপজেলা প্রশাসন ও কাম টু সেভ এর সহযোগিতায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৫ জন সুপারভাইজারের অংশগ্রহনে এ উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানাউল্লাহ ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক দিলীপ কুমার, কাম টু সেভ সংস্থার পরিচালক মোঃ আমিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হক, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার শাহনাজ পারভিন প্রমুখ।


মুজিব বর্ষ

Pin It on Pinterest