খানসামায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের প্রশিক্ষন উদ্বোধন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

খানসামায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষকদের প্রশিক্ষন উদ্বোধন

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র কাম টু সেভ সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের সুপারভাইজার ও শিক্ষক-শিক্ষিকাদের ৫ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উপজেলা প্রশাসন ও কাম টু সেভ এর সহযোগিতায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও ১৫ জন সুপারভাইজারের অংশগ্রহনে এ উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানাউল্লাহ ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক দিলীপ কুমার, কাম টু সেভ সংস্থার পরিচালক মোঃ আমিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হক, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার শাহনাজ পারভিন প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest