ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
আল-কারিয়া চৌধুরী, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম মোজাম্মেল হক এমপি। বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি গো-হাটী এলাকায় নবনির্মিত এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সরওয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম মোজাম্মেল হক এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যানে আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পুলিশ সুপার সালাম কবির পিপিএম, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান মনীরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাববিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিনসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST