খানসামার সানরাইজ আইডিয়াল স্কুলের বিরুদ্ধে প্রচরণায় প্রতারনার অভিযোগ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

খানসামার সানরাইজ আইডিয়াল স্কুলের বিরুদ্ধে প্রচরণায় প্রতারনার অভিযোগ

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেটের পশ্চিমে অবস্থিত সানরাইজ আইডিয়াল স্কুল এর ভর্তি বিজ্ঞপ্তি প্রচারপত্রে ভূয়া শিক্ষাগত যোগ্যতা প্রচার করে সাধারন জনগণের সাথে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অত্র প্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি প্রচারপত্রে মোছাঃ জান্নাতুন ফেরদৌস ও তাসমিয়া আক্তার নামে দু’জন শিক্ষককে এমএ পাশ বলে ভূয়া শিক্ষাগত যোগ্যতা প্রচার করে জনগনকে ধোঁকা ও কোমলমতি শিশু ও সাধারন অভিভাবকের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। সানরাইজ আইডিয়াল স্কুল এর ভর্তি বিজ্ঞপ্তি প্রচারপত্রে দেখা যায়, অভিজ্ঞ শিক্ষিকা জান্নাতুন ফেরদৌসকে প্রসপেক্টাসে ইসলামের ইতিহাসে বিএ, এমএ পাশ আর অন্য একটি ভর্তি বিজ্ঞপ্তিতে রাষ্ট্রবিজ্ঞানে বিএ, এমএ পাশ কিন্তু তিনি বিএ পাশ করে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস-এ অধ্যয়রনত এবং এইচএসসি পাশ শিক্ষিকা তাসমিয়া আক্তারকে ইসলামের ইতিহাসে বিএ (অনার্স), এমএ পাশ দেখানো হলেও তিনি তার একটিও পাশ করেন নি। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে সাবিনা আক্তারকে ইসলামের ইতিহাসে বিএ (অনার্স), এমএ পাশ দেখালেও তিনি ডিগ্রী পাস করে এমএ পাশ করেন। ইতি পাটোয়ারীকে চারুকলা বিষয়ে পাশ দেখালেও তিনি বর্তমানে অধ্যয়রনত। মাসুদ রানাকে ইতিহাসে বিএ (অনার্স) পাশ দেখালেও তিনি বর্তমানে ৪র্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় কয়েকজন অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এদের শুরুতেই তথ্যের এত গরমিল হলে অদূর ভবিষ্যতে শিক্ষার্থীরা এদের কাছ থেকে কি শিক্ষা পাবে? এ বিষয়ে জানতে চাইলে সানরাইজ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান বলেন, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের অজান্তে এরকমটা হয়েছে। তবে জানার পর তা সংশোধন করে নতুন প্রচারপত্র তৈরি করেছি। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানকে নোটিশ করে তলব করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest