নির্মাতা চয়নিকাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে: হারুন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

নির্মাতা চয়নিকাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে: হারুন

চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে। পরে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে তাকে ডেকে নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের গেটে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে হেফাজতে নেয় ডিবি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিন সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেওয়া হয় চয়নিকাকে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest