ঢাকা ৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১
শুক্রবাব বিকাল ৫টায় উপজেলার বাতাকান্দি বাজারস্থ লিয়াকত আলী সুপার মার্কেটে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলা শাখার অফিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান।
জাতীয় মানবাধিকার সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মো.পারভেজ হোসেন বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভূঁইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুক্তার হোসেন নাঈম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি শরীফ উজ জামান সরকার,শাহ জাহান মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন ও সদস্য মো.জামাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন মো.মোফাজ্জল হোসেন,আ.লীগ নেতা মো.মোতালেব পাঠান, মো.মতিউর রহমান ও মো.দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
এরপর মাহবুব আলম রিপনকে সভাপতি ও শামসুল আলম আশিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় মানবাধিকার সমিতির তিতাস উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST