রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

ওমর ফারুক, রাজশাহী : দেশের ঐতিহ্যবাহী ও উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী কলেজে এইচএসসি অ্যালামনাই ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে রাজশাহী কলেজ থেকে র‍্যালিটি শুরু হয়। উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, আইনুদ্দিন এমপি, রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের আদিবা আনজুম মিতা এমপি, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। এইচএসসি অ্যালামনাইয়ে রাজশাহী

কলেজের শুরু থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল ব্যাচ অংশগ্রহণ করে।র‍্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা মন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ সরকারের সচিব অতিরিক্ত সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসএসসি অ্যালামনাই উপলক্ষে রাজশাহী কলেজে দুই দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন করা হয়েছে।

মুজিব বর্ষ

Pin It on Pinterest