ঢাকা ৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২১
মাসুদ রানাঃবিশ্বব্যাপী এই কোরোনা পরিস্থিতিতে সবকিছুই প্রায় স্থবির। তাই সবাই এখন অনলাইন এর উপরে নির্ভরশীল হয়ে পরছে।এই ধারাবাহিকতায় এবং নতুন যুগের চাহিদা মেটাতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ই-কমার্স সাইট প্রতিষ্ঠান ‘সুপারমার্ট বিডি’। খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন এর মধ্যে দিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানের সত্বাধিকারী মোঃ রিন্টু এই বিষয়ে বলেন, সুপারমার্ট বিডি এর প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রাহকসেবা।
আমার গ্রাহকরা যেন ঘরে বসে সঠিক পণ্য সবচেয়ে সহজে এবং দ্রুত সময়ে তাদের হাতে পায় এজন্য আমরা কাজ করছি। গ্রাহকসেবা নিশ্চিতকরণের জন্য আমি এবং আমার সুপারমার্ট বিডি টিম বেশ কিছু পদক্ষেপ গ্রহন করছি। আশা করছি খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে সুপারমার্ট বিডি কে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।
সুপারমার্ট বিডি এর ব্যান্ড পার্টনার হিসেবে দ্বায়িত্ব পালন করবে বিজ্ঞাপনী সংস্থা ‘এডম্যায়ার মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও।এজন্য আজ ছোট পরিসরে সুপারমার্ট বিডি এর সত্বাধিকারী মোঃ রিন্টু এর সাথে বিজ্ঞাপনি সংস্থা ‘এডম্যায়ার মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও’ এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই প্রসঙ্গে এডম্যায়ার মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও এর সত্বাধিকারী মোঃ রুসলান হামিদ বলেন অনলাইন ভিত্তিক কেনাকাটা আমাদের দেশে এখন অত্যন্ত জনপ্রিয়। গ্রাহকদের কথা মাথায় রেখে সুপারমার্ট বিডি কুইক ডেলিভারি সহ কয়েকটি চমৎকার সার্ভিস নিয়ে মাঠে নামছে। সুপারমার্ট বিডি এর এই চমৎকার উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে এডমায়্যার মাল্টিমিডিয়া এন্ড স্টুডিও এর কো-ফাউন্ডার এবং জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার মিরাজুল হক বলেন, আমরা গ্রাহকদের কথা চিন্তা করেই সুপারমার্ট বিডি এর ব্রান্ডিং এর পরিকল্পনা করছি। সুপারমার্ট বিডি এর সকল সেবা সঠিকভাবে গ্রাহকদের কাছে উপস্থাপন করাই হবে আমাদের মুল লক্ষ্য।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST