ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
করোনা সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের নিয়ম অমান্য করায় রাজধানীতে ৩৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।শনিবার (০৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ জানায়, আজকে ঢাকার বিভিন্ন এলাকায় ৩৪২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭১ জনকে মোট ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪৯২টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST