ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি পানামা পোর্টের সন্মুখে সামসুজোহা (৩০) নামের এক যুবক নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় হাকিমপুর থানা পুলিশ তাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হিলি পানামা পোর্টের ১ নং গেটে । ট্রাক থেকে অবৈধ চাঁদা উত্তোলনের প্রতিবাদ করেন ওই যুবক এবং নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে চাঁদাদাবি করেন। এসময় তার গতিবিধি সন্ধেহ হলে হিলি উন্নয়ন সমন্বয় অফিসের লোকজন হাকিমপুর থানায় সংবাদ দিলে পুলিশ তাকে খেলনা পিস্তলসহ আটক করে। হাকিমপুর থানার এসআই নাজিমুদ্দিন জানান, আটক সামসুজোহা জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি মহল্লার রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের পুর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST