ঢাকা ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী করোনার টিকা নিয়েছেন। আজ রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন। এর আগে তিনি মাদরাসা থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন মাদ্রাসার কয়েকজন ছাত্র।
টিকা গ্রহনের পর উপস্থিত সাংবাদিকদের বাবুনগরী বলেন, মহামারির এই কঠিন সঙ্কটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকলপ্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST