ঢাকা ৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিধিনিষেধ শিথিল হওয়ার পর আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাসত আলী গণমাধ্যমকে জানান, আগামী ১১ আগস্ট থেকে ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। ৫০ শতাংশ নয়, টিকিট বিক্রি হবে শতভাগ।
রেলের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, অনলাইনে বিক্রি হবে ৫০ শতাংশ ও কাউন্টারে বিক্রি হবে ৫০ শতাংশ টিকিট। সেই সঙ্গে সোমবার সকাল থেকে খুলে দেয়া হচ্ছে কাউন্টারগুলো।
তিনি জানান, ১১ আগস্ট থেক ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার চলাচল শুরু করবে। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের জানানো হয়েছে, ১১ আগস্ট থেকে আসন সংখ্যার পূর্ণ যাত্রী নিয়ে দেশের সব গণপরিবহন চলাচল করতে পারবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST