ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলছেন, জীবন ও জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। আজ সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লাগাতার বিধিনিষেধ দিয়ে রাখা সমাধান নয়। এটি খেটে খাওয়া মানুষের দেশ। এখানে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিতে হয়। জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল হচ্ছে। মন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে সবকিছু খুলে দেওয়া হয়েছে। সেখানেও করোনা আছে, মারা যাচ্ছে। ইংল্যান্ডে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। তারপরেও সব খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাস্ক না পরলে যাতে জরিমানার আওতায় আনা যায়, সেজন্য সরকার ভাবছে। মন্ত্রী বলেন, এখন স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, পাশাপাশি মাস্ক পরিধান করা। মাস্ক না পরলে যাতে জরিমানা করা যায়, সেজন্যে সরকার ভাবছে। তবে স্কুল-কলেজ এখনই খুলছে না। পাশাপাশি গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST