কোথাও হালকা কোথাও ভারী বর্ষণের আভাস

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১

কোথাও হালকা কোথাও ভারী বর্ষণের আভাস

দেশের অনেক জায়গায় হালকা ও কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এর আগে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।মঙ্গলবার (১০ আগস্ট) রাতে এমন পূর্বাভাসের কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest