আমি পরীমনিকে গরু দেইনি: সেলিম খান

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

আমি পরীমনিকে গরু দেইনি: সেলিম খান

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি মাদক মামলা গ্রেফতার হওয়ার পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন ইস্যুতে আলোচনার সৃষ্টি হচ্ছে। সবশেষ একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও বেশ আলোড়নের সৃষ্টি করেছে। এরইমধ্যে এই নায়িকাকে নিয়ে নতুন করে একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গত ঈদুল আজহায় পরীমনি ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। সম্প্রতি এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই খবরকে মিথ্যা বলে দাবি করেছেন সেলিম খান এবং এমন সংবাদ প্রকাশে তিনি ব্যথিত হয়েছেও বলে জানান।

সেলিম খান বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু প্রদান করেছি। এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গুরু দিয়েছি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কোরবানি দেওয়া হয়। আমার প্রযোজিত কোনো ছবিতেও পরীমনি অভিনয় করেননি। এমন সংবাদ প্রকাশ করায় আমি খুবই ব্যথিত হয়েছি।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest