ফেসবুকে নতুন ফাঁদ ‘ফ্লাই ট্রাপ’, সাবধান!

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

ফেসবুকে নতুন ফাঁদ ‘ফ্লাই ট্রাপ’, সাবধান!

ফ্লাই ট্র্যাপ, ফেসবুকের নতুন ম্যালওয়্যার। এ যেন ফেসবুকে মাছির মতো উড়ে এসে জুড়ে বসেছে ভয়ংকর ম্যালওয়্যার। মূলত প্লে স্টোরের ৯টি অ্যাপ্স থেকে স্মার্টফোনের মাধ্যমে ফ্লাই ট্র্যাপ হানা দিচ্ছে ফেসবুকে। ইতিমধ্যেই ১৪০ টি দেশের অসংখ্য ফেসবুক অ্যাকাউন্টে হানা দিয়েছে এই ম্যালওয়্যার।

জানা যায়, ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যালিশিয়াস অ্যাপ লগইন করলেই গ্রাহকের অ্যাকাউন্ট দখল করে নিচ্ছে হ্যাকাররা। মূলত ফেসবুকের ইউজারনেইম ও পাসওয়ার্ড সংগ্রহ করে এই কাজ করা হচ্ছে।

প্রযুক্তি সুরক্ষা গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস কুপানের জন্য এ ধরনের অ্যাপ ইন্সটল করে অনেকেই। ইন্সটল করার পর গ্রাহককে অ্যাপের পক্ষ থেকে একাধিক প্রশ্ন করা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ফেসবুক লগইন পেইজে পৌঁছে যায় গ্রাহক। এভাবে চালাকির মাধ্যমে ভার্চ্যুয়াল প্রতারণা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest