ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
ওমর ফারুক, রাজশাহী : শীতকালে আমদানি বেশি হওয়া সত্বেও রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়তে শুরু করেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব সবজির দাম বাড়তে শুরু করেছে। সরজমিনে রাজশাহী মহানগরীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, বাজারে পর্যাপ্ত সবজি থাকা সত্বেও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর বাজারগুলোতে লাউ, পুুঁইশাক, কাকরল, পেঁপে, লাল শাক, সবুজ শাক, বেগুন, কুমড়া, মিষ্টি কুমড়া, ফুলকপি, সিম, ধনে পাতাসহ অন্যান্য সবজির দাম কিছুটা বেড়েছে। রাজশাহীর কাঁচা বাজারগুলোতে কয়েকদিন আগে লাউ ছোট-বড় ভেদে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, পুুঁইশাক ১৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, লাল শাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, সবুজ শাকের দাম একই রয়েছে, বেগুন ২০ টাকা থেকে বেড়ে এখন ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে উঠেছে, মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা ও ফুলকপি প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে ৪০ টাকা কেজি, বাঁধা কপি ২০ থেকে ২৫ টাকা কেজি ও ধনে পাতা ৫ টাকা থেকে বেড়ে ১০-১৫ টাকায় উঠেছে। গত সপ্তাহের দিকে দাম কম ছিল কিন্ত বর্তমানে আবার বেড়ে গেছে। এ ছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ এবং পুরাতন আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজিতে। নগরীর বাজারগুলোতে নতুন জাতের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। তবে বিভিন্ন উপজেলায় এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। নগরীর কোর্ট স্টেশন বাজারে সবজি কিনতে আসা শহিদুল নামের এক ক্রেতা বলেন, সবজির দাম কম সময়ের ব্যবধানে আবার বেড়ে গেল। বাজারে আমদানি থাকার পরেও দাম বেশি মেনে নেয়ার মতো নয়। নগরীর লক্ষীপুর বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বেশি দাম বেড়ে যাওয়ার আগেই এখন দাম নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শীতকালে দাম বেড়ে যাওয়া কাম্য নয়। সবজি ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, আমদানি বেশি থাকলেও পাইকারি বাজারে দাম বেশি রয়েছে। কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করা হবে। আমদানি আরো বেশি হলে দাম কমে যা
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST