নীলফামারীতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় বে-সরকারী সংস্থা এসিএমএই প্রকল্পের আওতায় ডিমলা সদর ইউনিয়নের ছয়টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। রোববার (২৭-অক্টোবর) বিকেলে বার্ষিক উন্নয়ন প্রকল্পের এডিপি’র বরাদ্দকৃত সদর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে চেয়ারম্যানের কক্ষে ক্লাবের সদস্যদের মাঝে ফুটবল বিতরণ করেন সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার। বিতরনের সময় চেয়ারম্যান বলেন, খেলাধুলা কিশোর-কিশোরীদের মন প্রফুল্ল রাখতে সহায়তা করে, মাদক নেশা থেকে বিরত রাখে। তিনি কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়া- লেখার পাশাপাশি নিজেদের এলাকায় ছোট-ছোট মাঠে ফুটবল-ভলিবল, ক্রিকেট খেলে জ্ঞানের মেধা-বিকাশ ঘটিয়ে আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেতে পারো। এ সময় সোনার তরী, আশার আলো, আমরাও পারি, চলো পাল্টাই ও আর্দশ কিশোর-কিশোরী ক্লাবের সকল সদস্যবৃন্দসহ এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট (এসিএমএই) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমির হোসেন, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর ববিতা আক্তার, সাংবাদিক জাহাঙ্গীর রেজা ও আসাদুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest