দিনাজপুরের বিরামপুরে মাদক কারবারি জুই আটক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

দিনাজপুরের বিরামপুরে মাদক কারবারি জুই আটক

মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:.দিনাজপুরের বিরামপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি জুইকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন পৌর শহরের ইসলাম পাড়া মহল্লার আব্দুর রহমান লিয়নের স্ত্রী সামসুন নাহার জুই (২৩)। তারা উভয়েই ইসলামপাড়া মহল্লায় ভাড়া থাকতেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ইসলাম পাড়ায় লিয়ন ও জুই সীমান্ত হতে ফেন্সিডিল নিয়ে তার বাড়িতে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে শয়নঘর হতে ১শ ১০ বোতল ফেন্সিডিলসহ জুইকে আটক করা হয়। এসময় অপর আসামি লিয়ন পালিয়ে যায়। পলাতক আসামি তার স্বামী লিয়ন সহ পরস্পরের সহযোগিতায় ভারত সীমান্ত হতে ফেন্সিডিল আনিয়া বাড়িতে রেখে বিক্রি করে বলেও জানান।
ওসি আরও জানান, আসামি দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক রবিবার সকালে জুইকে কোর্টে প্রেরন করা হয়েছে এবং পলাতক আসামি লিয়নকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest