ঢাকা ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭৪ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।
সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয় ১৮৭ জনের।নতুন করে শনাক্ত হয় ৬ হাজার ৬৮৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ।
এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এবং সংক্রমণ দুই-ই কমেছে। গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে আট হাজার ৭৯২ জনের মৃত্যু হয়। আক্রান্ত হন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।
সোমবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭১৮। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫৬১ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি এক লাখ ৫৩ হাজার ৫৭৬ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২২ লাখ ২৫ হাজার ১৭৫ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩১ হাজার ৬৭৪ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৪ লাখ তিন হাজার ৯৫৯ জন।
সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি তিন লাখ ৬৪ হাজার ৯৯। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৬৯ হাজার ২১৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬৩০ জন।
সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST