এবার বরিশালে বিপিএলের ম্যাচের দাবি দর্শকদের

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

বরিশাল মহানগর প্রতিনিধিঃ বরিশালে আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে প্রথম বারের মত আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

বিনা টিকিটে দেখানোর জন্য ধন্যবাদ জানান আগত দর্শকরা বিসিবিকে। ৪ দিনের আজ শেষ দিন যুব আন্তর্জাতিক ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হয় স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার। এই ম্যাচ দেখার পর বরিশাল বাসীর এখন প্রানের দাবি একটাই বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশালের বিভাগীয় স্টেডিয়াম তাই এই মাঠেই নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ ও BPL ম্যাচ অনুষ্ঠানের আয়োজন করা হোক, বি সি বির কাছে বিনীত আবেদন করা হয়। তাই এই দাবির জন্য হাজার হাজার দর্শকরা স্টেডিয়াম এসে বিভিন্ন প্লে কার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত করে তোলে মাঠ। খেলা উপভোগ করতে আসা একজন নারী দর্শক আনিকা রহমান জানান বরিশালে এতো সুন্দর মাঠ ও গ্যালারি থাকা স্বত্বেও বরিশাল কেন বিভিন্ন ম্যাচ পেতে অবহেলিত?

বাংলাদেশ দলকে সমর্থন করেন আরেক যুবক ক্রিয়াপ্রেমী আদনান আবির তিনি বলেন ক্রিকেট বাংলার প্রান অথচ বিপিএলের একটা ম্যাচও আমরা বরিশাল বাসী পাচ্ছিনা ঘরের মাঠে। তাই বরিশালের সকল ক্রিয়াপ্রেমীদের একটাই দাবি ও চাওয়া ঘরের মাঠে যেন নিয়মিতভাবে আন্তর্জাতিক এবং বিপিএল এর ম্যাচ যেন বরিশালে আয়োজন করে বিসিবি, আইসিসির সহোযোগীতায়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest