বরিশালের ঘটনায় অবশেষে সমঝোতা।

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

বরিশালের ঘটনায় অবশেষে সমঝোতা।

বিশেষ প্রতিনিধিঃবরিশালে ইউএনওর বাসভবনে হামলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার অবশেষে সমঝোতা হয়েছে। রবিবার রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের সান্ধ্যকা‌লীন কার্যালয়ে এক বৈঠকে এই সম‌ঝোতা হ‌য়ে‌ছে। ত‌বে কোন শ‌র্তে সম‌ঝোতা হ‌য়ে‌ছে সে ব্যাপা‌রে বিস্তা‌রিত কিছু যানা যায়‌নি।

সম‌ঝোতা বৈঠ‌কে উপ‌স্থিত ছি‌লেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, পু‌লিশ ক‌মিশনার , জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, বিভাগীয় কমিশনারের বাসায় রাত ৯টার দিকে ওই বৈঠক হয়। এ সময় মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। ভুল বোঝাবুঝি থেকে ওই ঘটনা হয়েছে বলে বৈঠকে আলোচকরা তুলে ধরেন। এ ধরনের ঘটনা আগামীতে যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকার কথাও উঠে এসেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest